>পূর্বে সর্বোচ্চ ১২ মাসের ছুটি বিক্রি করা যেত।
>এখন ১৮ মাস পর্যন্ত ছুটি নগদায়ন বা বিক্রি করা যায়।
>অবসর উত্তর ছুটি ১২ মাস বাদে ছুটির প্রাপ্যতা অনুসারে ১৮ মাসের ছুটি নগদায়ন করা যাবে।
>কেউ যদি পিআরএল কাটাতে না চায় কম ছুটি পাওনা থাকলে সে ১৮ বা কম/বেশি ছুটি বিক্রি করতে পারবে।
>গড় বেতনের ও অর্ধগড় বেতনের সর্বোমোট ৩০ মাস ছুটি জমা থাকলে ১২ মাস অবসর উত্তর ছুটি আর ১৮ মাস লম্পগ্র্যান্ট এমাউন্ট হিসাবে বিক্রি করা যায়।
১২ মাস নয় জমাকৃত ছুটির ১৮ মাস ছুটি বিক্রি/নগদায়ন করতে পারবেন।
১২ মাস নয় জমাকৃত ছুটির ১৮ মাস ছুটি বিক্রি/নগদায়ন করতে পারবেন । Lump grant of 18 months for pensioner