মাদকদ্রব্য সেবন টেস্ট "ডোপ টেস্ট" করা ছাড়া আর নয় সরকারি চাকুরিতে প্রবেশ । Dope test is compulsory for govt. job

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে সকল শ্রেণীর সরকারি চাকুরিতে প্রবেশের সময় বিদ্যমান ব্যবস্থার সাথে "ডোপ টেস্ট" করার কথা বলা হয়েছে।
নিয়োগের জন্য বাছাইকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক কর্তৃক গঠিত মেডিকেল অফিসার স্বাস্থ্যগত ভাবে যোগ্য ও কোন রোগে ভুগিতেছেন না প্রত্যয়ন পত্র দেয়া হয়।

>এখন থেকে ডোপ টেস্টও অন্তর্ভুক্ত করা হয়েছে।
>মাদক বা নেশা জাতীয় দ্রব্য সেবন করেন কিনা তা উল্ল্যেখ করতে বলা হয়েছে।

সরকারি চাকুরিতে প্রবেশে “ডোপ টেস্ট” বাধ্যতামূলক।

মাদকদ্রব্য সেবন টেস্ট "ডোপ টেস্ট" করা ছাড়া আর নয় সরকারি চাকুরিতে প্রবেশ । Dope test is compulsory for govt. job
Previous Post
Next Post

I am Alamin mia, An Seo expert in Bangladesh.

Related Posts