সরকারি কর্মচারীদের জন্য সর্বোচ্চ ১,২০,০০০ টাকা সরকারি গৃহ নিমার্ণ ঋণ প্রদান বিধান রয়েছে। অনেকেই ১৯৮২ সালে এই পরিপত্র মোতাবেক ৫০০০০-১২০০০০ টাকা ঋণ গ্রহণ করেছেন। তার সুদ নির্ণয়ের জন্য এজি অফিসে প্রেরণ করতে হয়।
>অগ্রিম গ্রহণকারী কর্মকর্তা/কর্মচারী নাম, পদবী, অফিস, গৃহীত অগ্রিমের পরিমান উল্লেখ করতে হয়।
>মঞ্জুরীপত্র নং ও তারিখ, অগ্রিম গ্রহণের তারিখ, কর্তন শুরু করার মাস উল্লেখ করতে হয়।
সর্বোচ্চ ১,২০,০০০ টাকা গৃহ নিমার্ণ ঋণের সুদ নির্ণয়।
যারা সর্বোচ্চ ১,২০,০০০ টাকা সরকারি গৃহ নিমার্ণ ঋণ গ্রহণ করেছেন তার সুদ নির্ণয় । Interest Calculation for House Loan