রাষ্ট্রায়ত্ব
ব্যাংক অর্থাৎ সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক পাবলিক লিমিটেড
কোম্পানী হবার পরে যে সকল কর্মকর্তারা ব্যাংকে নিয়োগ পান তাদেরকে পেনশন
সুবিধার আওতার বাইরে রাখা হয়।
অর্থাৎ
তারা রিটায়ার করার পরে অন্যান্য সরকারি চাকুরিজিবীদের মত পেনশন সুবিধা
পাবেন না। ফলে, তাদের ভবিষ্যত জীবনের অবলম্বনের রাস্তা রুদ্ধ করে ফেলা হয়।
বিনিময়ে তাদের জন্য প্রচলন করা হয় গ্রাচুইটি নামক ব্যবস্থা যা অন্যান্য
বেসরকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রচলিত।
১।
একজন সিপিএফ/ গ্রাচুইটি ভোগী কর্মকর্তা ভবিষ্য তহবিলে তার মূল বেতনের ১০%
জমা রাখতে পারেন; এক্ষেত্রে ব্যাংকও ১০% অর্থ অনুদান হিসেবে প্রদান করে।
রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কর্মকর্তারা পেনশন সুবিধা পাবেন না । No Pension for Bank Officer