বাংলাদেশ সরকারের গণকর্মচারী সকলেরই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ একবার হলেও পড়ে দেখা উচিত। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮।
- এতে লঘু দন্ড ও গুরুদন্ড প্রয়োগ আরও সহজতর করা হয়েছে।
- নাশকতামূলক কাজে জড়িতদের একাধিক দন্ড আরোপ করা যাবে।
- এ আচরণ বিধি লঙ্গন করতে চাকুরী হতে বরখাস্ত হতে পারেন।
- বেতন গ্রেড অবনমিত হবে পারে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ । Punishment on govt. Service rules violation সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮