সরকারি চাকুরিজীবির লাম্পগ্রান্ট, পেনশন ও আনুতোষিক আয়কর মুক্ত । alamin mia ডিসেম্বর ১২, ২০১৮ Tags: আয়কর আইন সরকারি চাকুরিজীবিদের ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের একটি তালিকা নিচে প্রদান করা হলো।সরকারি চাকুরিজীবির লাম্পগ্রান্ট, পেনশন ও আনুতোষিক আয়কর মুক্ত। সরকারি কর্মচারীদের তাদের আয়কর নির্ধারণে মূল বেতন, উৎসব ভাতা/ বোনাস ছাড়া আর কোন সরকারি সুবিধা বা কোন ভাতার উপর আয়কর দিতে হবে না।