সরকারি দপ্তরে কোন কর্মচারী বা কর্মকর্তা বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারী নোট দাখিল করেন। তাঁরপর দাপ্তরিক ভাবে অনুপস্থিত ব্যক্তিতে স্মারকলিপি বা মেমো প্রদান করতে হয়।
>স্মারকলিপি বা মেমো চাকুরীজীবনের একটি লাল দাগ।
>একাধিক মেমো বা স্মারকলিপি আপনার চাকুরি হারানোর কারণ হতে পারে।