সরকারি কর্মচারীদের অর্জিত ছুটির আবেদন ফরম । Earn Leave Form for Govt. Staff

কর্মচারীদের অর্জিত ছুটির আবেদন ফরম । Earn Leave Form for Govt. Staff
সরকারি কর্মচারীদের জমাকৃত গড় বেতনে বা অর্ধ গড় বেতনের অর্জিত ছুটি হতে ছুটি কাটাতে যথাযথ ফরমে আবেদন করতে হয়। নিম্নে আদেন ফরম যুক্ত করা হলো। কর্মচারীদের অর্জিত ছুটির ফরম।



অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তর
বাংলাদেশ বেতার
কবিরপুর, সাভার, ঢাকা।

ছুটির আবেদন (নন-গেজেটেড কর্মচারী)



১। আবেদনকারীর নাম           :
২। পদবী               :
৩। বেতন               :
৪। প্রার্থীত ছুটির ধরণ ও সময়কাল       :
৫। যে কারণে ছুটি         :
৬। ছুটিকালীন ঠিকানা            :

তারিখ:                    খ্রি:
………………….
আবেদনকারীর স্বাক্ষর

অফিস প্রতিবেদন

ছুটির ধরণ
মোট প্রাপ্য ছুটি
প্রার্থীত ছুটি
অবশিষ্ট ছুটি
নিয়ন্ত্রণকারী কর্মকর্তার সুপারিশ

বছর
মাস
দিন
বছর
মাস
দিন
বছর
মাস
দিন






















আবেদনকৃত ছুটি বিধি মোতাবেক মঞ্জুর করা হইল।


তারিখ:                    
..…………………..

উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর





গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকা।

অর্জিত ছুটির দরখাস্ত

১।    দরখাস্ত কারীর নাম ও পদবী               :

২।    কোন বিধি অনুযায়ী ছুটি চান                :     ১৯৫৯ইং।

৩।    অফিস / শাখা                   :     বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকা।

৪।    বর্তমান মূল বেতন                :

৫।    নিয়োগের তারিখ                 :    

৬।    ছুটির প্রকার                    :

৭।    কোন তারিখ হইতে কতদিন ছুটি চান            :

৮।    কি কারণে ছুটি চান                     :

৯।    কোন তারিখে শেষ ছুটি হইতে আসিয়াছেন        :

দরখাস্ত কারীর স্বাক্ষর
১০।   উপরস্থ অফিসারের সুপারিশ                :
                     তারিখ               :
                                     স্বাক্ষর ----------------------------------------------------
                                     পদবী -----------------------------------------------------   
১১।   অডিট অফিসারের রিপোর্ট            :
                   তারিখ           :
                                     স্বাক্ষর ----------------------------------------------------
                                     পদবী -----------------------------------------------------
১২।   পাওনা ছুটির হিসাব : বৎসর গড়-বেতনে(                  মাস                           দিন
     (অসুস্থ্যতার জন্য) আধা-গড় বেতনে-------------------------------------------------------------------------------------।

১৩।   --------------------- তারিখ হইতে ----------------------------- তারিখ পর্যন্ত -------------------------------------- দিন

গড় বেতনে/আধা-গড়বেতনে --------------------------------- মাস ------------------------------------------ দিন ছুটি পাওনা আছে।

স্বাক্ষর ---------------------------------
পদবী ---------------------------------
১৪।   ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের আদেশঃ
স্বাক্ষর ---------------------------------
পদবী ---------------------------------


কর্মচারীদের অর্জিত ছুটির আবেদন ফরম (নমুনা)।





কর্মচারীদের অর্জিত ছুটির আবেদন ফরম

Previous Post
Next Post

I am Alamin mia, An Seo expert in Bangladesh.

Related Posts