
বাংলাদেশ সার্ভিস রুলস এর ২য় খন্ডের বিধি-২৫ অনুসারে যে সকল কর্মচারীদের দায়িত্ব পালনের স্বীয় দায়িত্ব এলাকাধীন অঞ্চলে প্রতি নিয়ন (Extensively) ভ্রমণ করিতে হয়, সে সকল কর্মচারীদের কে দায়িত্ব এলাকায় ভ্রমণের জন্য অন্যান্য ভ্রমণ ভাতার পরিবর্তে সরকার কর্তৃক আরোপিত শর্তে মাসিক স্থায়ী ভ্রমণ ভাতা মঞ্জুর করা যাইবে।