বিধি-৭৯। যে ক্ষেত্রে কোন সরকারী কর্মচারীর একটি নির্দিষ্ট বয়স পূর্ণ হইলে চাকরি হইতে অবসর গ্রহণ করিতে হয়, ছুটি হইতে প্রত্যাগমন (রিভার্ট) করিতে হয় অথবা ছুটির অবসান হয়, সেক্ষেত্রে উক্ত নির্দিষ্ট বয়স পূর্ণ হওয়ার দিনটি অকর্ম দিবস (নন-ওয়ার্কিং ডে) হিসাবে গণনা করিতে হইবে এবং সংশ্লিষ্ট
বিদ্র: অবসর উত্তর ছুটি (পিআরএল) গড় বেতনে হয় বিধায় উহা পেনশনযোগ্য চাকরি হিসাবে গণনাযোগ্য।