
প্রতিদিনই শত শত আবেদন জমা পড়ছে। গত কাল পর্যন্ত মঞ্জুরকৃত ৩৪টি আবেদনের মধ্যে ০৩ জন আবেদনকারী ব্যাংক হতে ঋণের অর্থ উত্তোলন করেছে।
- তাদের ঋণের সুদের ভতুর্কির অর্থ ইতোমধ্যে অর্থমন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট ব্যাংক বরাবর ছাড় করা হয়েছে।
- প্রতিটি ঋণের মাসিক ভতুর্কি বাবদ অর্থ ২২ থেকে ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।
- গৃহঋণের সুদের ভতুর্কি অর্থ বাজেটে রক্ষিত ভতুর্কি ও অন্যান্য খাত থেকে সঙ্কুলান করা হচ্ছে।
সূত্র: বাংলাদেশ টু ডে