অনুপস্থিতিতে স্মারকলিপির জবাব লিখবেন যেভাবে ।


বরাবর,
অতিরিক্ত প্রধান প্রকৌশলী
বাংলাদেশ বেতার,
ঢাকা।

বিষয়:স্মারকলিপির জবাব প্রসংগে।
সূত্র: নং-১৫.৫৩.০০০০.৩০৩.৩২.০২০.১৭-৬১২ তারিখ: ১৪-০৭-২০১৬খ্রি:

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, সূত্রোল্লিখিত স্মারকলিপি প্রাপ্তির প্রেক্ষিতে সবিনয়ে জানানো যাচ্ছে যে, আমি নিম্নস্বাক্ষরকারী গত ১৬-০৬-২০১৭ খ্রিঃ তারিখ হতে ২১-০৬-২০১৭ খ্রি: তারিখ পর্যন্ত ৫ দিন আমার শারিরিক অসুস্থতার কারণে অফিস আসতে পারি নাই। হঠাৎ অসুস্থ্যতার কারণে অফিসে হাজির হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দু:খিত ও  ক্ষমা প্রার্থনা করছি। ভবিষতে এ ব্যাপারে সদা সর্তক থাকব।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন উক্ত আমারবিষয়টি ক্ষমা করে দিতে মহোদয়ের মর্জি হয়।

আপনার অনুগত
তারিখ: ০৫-০৭-২০১৭খ্রিঃ

(আপনার নাম)
অফিস সহকারী
বাংলাদেশ বেতার
ঢাকা।

স্মারকলিপির জনাব লিখবেন যেভাবে । How to write a memorandum of Mr.

Previous Post
Next Post

I am Alamin mia, An Seo expert in Bangladesh.

Related Posts