২০১৭ সালে মূল্যস্ফিতির সাথে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে কমিটি করে দেওয়া হয়েছিল। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে আবারও বর্তমান বাজার ও মূল্য স্ফিতির কথা বিবেচনায় রেখে কমিটি বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। এ বছরেই কার্যকর হতে পারে সুপারিশটি।
পে-স্কেল ২০১৫ ঘোষনার পরই জানানো হয়েছিল এটি একটি স্থায়ী পে কমিশন। নতুন কোন পে-স্কেল আর প্রদান করা হবে না।
সূত্র: বিডিটাইমস