
অর্থ ব্যয়ের ক্ষেত্রে যেণ প্রচলিত বিধি বিধান কঠোরভাবে অনুসরণ করা হয়। লক্ষ্য রাখিতে হইবে যে কোন ক্ষেত্রেই যেন প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় করা না হয়। সরকারী অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রত্যেককে এইরূপ সতর্কতা অবলম্বন করিতে হইবে যেইরূপ সতর্কর্তা সাধারণ বিচক্ষণতা সম্পন্ন একজন ব্যক্তি তাহার নিজস্ব অর্থ ব্যয়ের ক্ষেত্রে করিয়া থাকেন।
সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে নিজস্ব অর্থ ব্যয়ের মতই সতর্ক থাকতে হবে । Govt. Expenditure treat as own expenditure