সরাসরি ও পদোন্নতির মাধ্যমে নিয়োগের কোটায় প্রাপ্য সংখ্যা নির্ধারণ পদ্ধতি।
সরাসরি ও পদোন্নতির মাধ্যমে নিয়োগের কোটায় প্রাপ্য সংখ্যা নির্ধারণ পদ্ধতি।: সাধারণত মোট জেলা ওয়ারী পদ সংখ্যা নির্ধারণ করে তা থেকে কর্মরত পদ বাদ দিয়ে শুণ্য পদের সংখ্যা থেকে পদোন্নতির যোগ্য পদ নির্ধারণ করা হয়। নিম্নে এ সংক্রান্ত একটি স্মারক উল্লেখ করা হলো।