ক্ষতিপূরণ পেনশন কি? ক্ষতিপূরণ পেনশন প্রাপ্তির শর্ত ও নিয়মাবলী।
ক্ষতিপূরণ পেনশন কি? ক্ষতিপূরণ পেনশন প্রাপ্তির শর্ত ও নিয়মাবলী।: কোন কর্মচারীকে যথাযথ কর্তৃপক্ষের আদেশক্রমে জনস্বার্থে অপেনশনযোগ্য চাকরিতে বদলি করা হইলে উক্ত অপেনশনযোগ্য চাকরির পদ বিলুপ্তির কারণে ছাটাই হইলে উক্ত কর্মচারী ক্ষতিপূরণ পেনশন পাইবেন।