পণ্য ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো কোন ভাবেই সুনির্দিষ্ট করা যাইবে না (উদাহরণসহ)।
পণ্য ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো কোন ভাবেই সুনির্দিষ্ট করা যাইবে না (উদাহরণসহ)।: প্রতিযোগিতা সীমিত করিতে পারে এইরূপ সরাসরি সম্পর্কযুক্ত নকশা বা বর্ণনামূলক বৈশিষ্ট্য উল্লেখনা করিয়া, কার্য-সম্পাদন যোগ্যতা বা উৎপাদন ক্ষমতা স্পষ্টভাবে বর্ণনা করিতে হইবে;