iBAS++ এ এন্ট্রির পর পূরণকৃত EFT ফর্ম প্রিন্ট করবেন যেভাবে।

iBAS++ এ এন্ট্রির পর পূরণকৃত EFT ফর্ম প্রিন্ট করবেন যেভাবে।: সরকারি কর্মচারীদের বেতন ভাতাদি ইএফটি'র মাধ্যমে প্রদানের জন্য সরকারি প্রতিটি অফিসে চলছে কর্মযজ্ঞ। সকল তথ্য ৪ পাতার ইএফটি ফরমের মাধ্যমে সংগ্রহ করে আইবাস++ এ এন্ট্রি দেওয়া হচ্ছে। এসব তথ্য এন্ট্রি দিয়ে সকল তথ্য সম্বলিত ফর্ম আইবাস++ হতে সহজেই প্রিন্ট করে নিতে পারেন। নিচের স্টেপ ফলো করে আপনি আইবাস++ হতে কম্পিউটারাইজড ইএফটি ফরম প্রিন্ট করে নিতে পারেন।
Previous Post
Next Post

I am Alamin mia, An Seo expert in Bangladesh.

Related Posts