জিপিএফ এ সর্বনিম্ন মুল বেতনের ৫% এবং সর্বচ্চো ২৫% কর্তন করতে পারবে । GPF deduction lowest and highest rate

মূল বেতনের ৫ থেকে ২৫% পর্যন্ত রাখা যাবে।

ব্যাংকগুলোতে যেখানে আমানতের সুদের হার ৬ থেকে ৭ শতাংশ, সেখানে সরকারের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে (জিপিএফ) বা সাধারণ ভবিষ্যৎ তহবিলে রাখা টাকায় সুদ মেলে ১৩.৫ শতাংশ। এই উচ্চ সুদের কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী নিজেদের মূল বেতনের পুরোটাই জমাতেন প্রভিডেন্ট ফান্ডে। ১৯৭৯ সাল থেকে চলে আসা এমন সঞ্চয়ে এবার রাশ টানল সরকার। এখন থেকে সরকারি চাকরিজীবীরা তাঁদের মূল বেতনের ২৫ শতাংশের বেশি প্রভিডেন্ট ফান্ডে রাখতে পারবেন না। প্রভিডেন্ট ফান্ডে রাখার সর্বনিম্ন সীমা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ৫ শতাংশ আর সর্বোচ্চ ২৫ শতাংশ।

জিপিএফ এ মুল বেতনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ কর্তনের পরিমান।


Previous Post
Next Post

I am Alamin mia, An Seo expert in Bangladesh.

Related Posts