অফিস সহকারী ও হিসাব সহকারীদের গ্রেড ১৬ হওয়ার কারণে তারাও দাপ্তরিক পোষাক ও আনুষঙ্গিক দ্রব্যাদির প্রাপ্য হবেন।
> প্রায় ৯,০০০-১২,০০০ টাকা মূল্যের পোষাক ও আনুষাংগিক পাবেন।
>প্রতি দুই বছর অন্তর অন্তর প্রাপ্য হবেন।
>এক্ষেত্রে শর্ত রয়েছে যে, চাকুরী স্থায়ী হতে হবে।
অফিস সহকারীসহ ১৬ গ্রেডের কর্মচারী সাজ পোষাক বা লিভারেজ পাবেন না।
১৬-২০ নম্বর গ্রেডভূক্ত সকল কর্মচারী সাজ পোষাক বা লিভারেজ পাবেন । Liveries for 3rd and 4th class govt. staff