
বিধি-৩২
পথভাড়া ভাতা নির্ধারণের উদ্দেশ্যে দুইটি স্থানের মধ্যে ভ্রমণের জন্য প্রচলিত দুই বা ততোধিক পথে মধ্যে যাহা দূরত্বের দিক হইতে স্বল্পতম অথবা ব্যয়ের দিক হইতে অপেক্ষাকৃত কম ব্যয় বহুল এবং সেই সংগে স্বল্পতম, উক্ত পথটি ধরা হইবে।
কম সময় ও দূরত্বে ভ্রমণের ক্ষেত্রে স্বল্প ব্যয়ে ভ্রমনের পথভাড়া ধরিতে হইবে