মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর দ্বিতীয় তফসিল অনুযায়ী যাত্র পরিবহণ সেবা ব্যাট অব্যাহতিপ্রাপ্ত সেবা। যাত্রী পরিবহন সেবার উপর ভ্যাট প্রযোজ্য হবে না। তবে, একই তফসিল অনুসারে পরিবহন সংক্রান্ত কতিপয় সেবার ওপর ভ্যাট প্রযোজ্য রয়েছে।
ভ্রমণের ক্ষেত্রে এসি বাসের টিকিট দেখাতে না পারলে ১৫% ভ্যাট কর্তন । Out of AC bus ticket in travel, 15% VAT deduction